সরকার ভেঙে দিলেন নেপালের প্রেসিডেন্ট

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২০, ২০২০
০৭:৪২ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২০, ২০২০
০৭:৪২ অপরাহ্ন



সরকার ভেঙে দিলেন নেপালের প্রেসিডেন্ট

নেপালের সরকার ভেঙে দিলেন দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারি। প্রধানমন্ত্রী  কে পি শর্মা ওলির সুপারিশে এমন সিদ্ধান্ত নিলেন তিনি।

আলজাজিরা জানায়, পার্লামেন্ট ভেঙে দেয়ার পাশাপাশি আগামী নির্বাচনের সম্ভাব্য সময়ও ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভাণ্ডারি।

২০২১ সালের ৩০ এপ্রিল এবং ১০ মে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রেসিডেন্ট কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়।

প্রধানমন্ত্রী ওলির বিরুদ্ধে ক্ষমতাসীন নেপাল কমিউনিস্ট পার্টির (এনসিপি) অভিযোগ, তিনি সরকারি সিদ্ধান্ত ও নিয়োগে এনসিপিকে এড়িয়ে চলছিলেন।

করোনা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে চাপে পড়ার পাশাপাশি দেশটির সাবেক প্রধানমন্ত্রী, সাবেক গেরিলা ও মাওবাদী নেতা পুষ্প কমল দহল প্রচণ্ডের সঙ্গে বিরোধে জড়ান ওলি।

সাবেক মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে জোট বেধে ২০১৭ সালে ভূমিধস জয়ে ক্ষমতা গ্রহণ করেছিলেন ৬৮ বছর বয়সী ওলি।

শনিবার দলের শীর্ষ নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠকে করেন নেপালের প্রধানমন্ত্রী। রবিবার সকালে মন্ত্রী পরিষদের জরুরি বৈঠকে তিনি জানান, তার সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ফলে সরকার ভেঙে দেওয়া হোক।

দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়, সংবিধান পরিষদীয় আইনের অধ্যাদেশের বিষয়টি নিয়ে ক্রমাগত চাপ বাড়ছিল প্রধানমন্ত্রী ওলির ওপর। গত মঙ্গলবার প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারিকে দিয়ে তা সই করিয়ে নিয়েছিলেন তিনি।

বিএ-১৪