সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২০
০৬:৫৭ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ২২, ২০২০
০৬:৫৭ অপরাহ্ন
করোনা প্রতিরোধে ফাইজারের টিকার জরুরি ব্যবহারের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে ইউরোপীয় কমিশন। ফলে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পর এবার করোনার টিকা নিতে যাচ্ছে ইউরোপের মানুষ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, সোমবার ফাইজারের টিকা অনুমোদনের জন্য সুপারিশ করে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা দ্য ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ)।
মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান যৌথভাবে এ টিকা উদ্ভাবন করে।
এদিন ইএমএ জানায়, টিকাটি ৯৫ শতাংশ কার্যকর এবং ১৬ বছর থেকে বেশি বয়সী ব্যক্তিদের জন্য নিরাপদ।
সংস্থাটির সুপারিশের কয়েক ঘণ্টা পরেই টিকাটির আনুষ্ঠানিক অনুমোদন দেয় ইউরোপীয় কমিশন। আগামী রবিবার থেকে ইউরোপের দেশগুলোতে এ টিকা বিতরণ শুরু হয়ে যাবে।
ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত ২৭টি দেশের প্রায় ৪৪৮ মিলিয়ন মানুষকে ২১দিনের ব্যবধানে দুই ডোজ টিকা দেওয়া হবে।
দেশগুলোতে এখন পর্যন্ত ৩ লাখ ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
বায়োএনটেক নিজের দেশের প্রতিষ্ঠান হলেও ইউরোপীয় কমিশনের অনুমোদন ছাড়া এ টিকা ব্যবহার করতে পারছিল না জার্মানি। এখন সে বাধা দূর হলো দেশটির জন্য।
২৭ ডিসেম্বর থেকে কয়েকশ কেন্দ্রে অধিক ঝুঁকিতে থাকা ব্যক্তিদের করোনার টিকা দেবে জার্মানি।
বিএ-১৩