করোনার নতুন ধরন নিয়ে বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২৩, ২০২০
০৩:৫৫ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৩, ২০২০
০৩:৫৭ অপরাহ্ন



করোনার নতুন ধরন নিয়ে বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

যুক্তরাজ্যে শুরু হওয়া করোনাভাইরাসের নতুন ধরন নিয়ে করণীয় বিষয়ে বৈঠক ডেকেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির এক মুখপাত্র বলেন, তথ্য আদান-প্রদানের উদ্দেশ্যে এই বৈঠক ডাকা হয়েছে।

সংস্থাটির ইউরোপের আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুজ এক টুইট বার্তায় বলেন, করোনার এই নতুন ধরনের ভাইরাসের বিষয়ে তুলনামূলক আরও ভালো তথ্য না পাওয়া পর্যন্ত চলাচলে সীমাবদ্ধতা আনা বুদ্ধিমানের কাজ।

যদিও জেনেভাভিত্তিক সংস্থাটি জানায় যে এমনটি মহামারি বিবর্তনের একটি সাধারণ অংশ। সংস্থাটি ভাইরাসের নতুন এই ধরন শনাক্ত করার জন্য ব্রিটেনের প্রশংসা করছে।

নতুন প্রজাতির এ মহামারি বিবর্তনের একটি স্বাভাবিক অংশ বলে গতকাল জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এক অনলাইন ব্রিফিংয়ে সংস্থার জরুরি বিভাগের প্রধান মাইক রায়ান বলেন, ‘আমাদের একটি সাম্যাবস্থা খুঁজে বের করতে হবে।

এক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা ও জনসাধারণকে অবহিত করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তবে এটি যে ভাইরাস বিবর্তনের একটি স্বাভাবিক অংশ সেটাও জানানো দরকার।’

বি এন-০৪