বড়লেখা প্রতিনিধি
ডিসেম্বর ২৭, ২০২০
০১:৪২ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৭, ২০২০
০১:৪২ পূর্বাহ্ন
প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এর আগেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুশীলনমূলক (মক) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে পৌরসভার ১০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকেল ৪টা পর্যন্ত। পৌরসভার ১০টি কেন্দ্রে প্রায় ১ হাজার ৫০০ জন ভোটার মক (অনুশীলনমূলক) ভোট দিয়েছেন।
সরেজমিনে আজ শনিবার দুপুরে সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বড়লেখা সরকারি কলেজ, ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়লেখা মুহাম্মদিয়া আলিয়া ফাজিল মাদরাসা ভোটকেন্দ্রসহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ইভিএম পদ্ধতিতে ভোট দেওয়ার পদ্ধতি প্রক্রিয়া ভোটারদের বুঝিয়ে দেওয়া হচ্ছে। কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি। তবে মুহাম্মদিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে কিছুটা ভোটার উপস্থিতি দেখা গেছে। বেলা দেড়টার দিকে মক (অনুশীলনমূলক) ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা নির্বাচন ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন। এ সময় তার সঙ্গে ছিলেন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বড়লেখা উপজেলার নির্বাচন কর্মকর্তা সাদিকুর রহমান।
ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন তপন দত্ত। তিনি বলেন, ‘কত সুন্দর প্রক্রিয়ায় ভোট দিলাম। এ ফর্মুলায় একবার ভোট দিয়ে আবার দেওয়ার সুযোগ নেই। একবার ভোট দিয়ে অভ্যাস হলে মানুষ আর টেনশন করবে না।’
বড়লেখা সরকারি কলেজ ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘ইভিএম পদ্ধতিতে একজনের ভোট আরেকজনের দেওয়ার সুযোগ নেই। ইভিএমে মানুষের আগ্রহ আছে। বিশেষ করে তরুণদের।’
এ বিষয়ে জেলা নির্বাচন ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ‘মক (অনুশীলমূলক) ভোটে ব্যাপক সাড়া পাওয়া গেছে। ইভিএমের ভোটে মানুষের আগ্রহ আছে। এর আগে ইভিএমের মাধ্যমে ভোট প্রদানে উৎসাহ এবং প্রশিক্ষণ দিতে কয়েকদিন নানাবিধ প্রচার ও প্রদর্শনী করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ভোটারদের প্রশিক্ষণ দিতেই অনুশীলনমূলক (মক) ভোটের এ উদ্যোগ। এ অনুশীলনের মাধ্যমে ভোটারদের ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। কীভাবে ইভিএমে ভোট দেওয়া যায়, তা শিখতে পারবেন ভোটাররা।’
তিনি আরও বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
প্রসঙ্গত, বড়লেখা পৌরসভায় মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন ও নারী কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম (মোবাইল ফোন)।
উপজেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, বড়লেখা পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৪শ ৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫শ ২৩ জন ও নারী ভোটার ৭ হাজার ৯শ ২০ জন। পৌরসভার ১০টি কেন্দ্রে ৪৩টি ভোটকক্ষে (বুথ) ভোটগ্রহণ হবে।
এজে/আরআর-১১