সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২৭, ২০২০
০১:৩১ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৭, ২০২০
০১:৩১ অপরাহ্ন
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হয়েছে নতুন ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ। রবিবার (২৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ধ্রুবতারা’ নামে এই উড়োজাহাজটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বেলা পৌনে ১২টার দিকে উড়োজাহাজটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি।
এর আগে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস আমাদের সবকিছু ওলট-পালট করে দিলো। এত চমৎকার উড়োজাহাজগুলো কিনলাম, কিন্তু করোনা সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলো।’
তিনি বলেন, ‘করোনাভাইরাস সারা বিশ্বেই সমস্যার সৃষ্টি করেছে। জানি না এর থেকে কবে মুক্তি আসবে। করোনায় সারা বিশ্ব স্থবির হয়ে গেল।’
উড়োজাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সিভিল অ্যাভিয়েশন অথোরিটিকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।
সশরীরে ‘ধ্রুবতারা’ উদ্বোধন করতে না পেরে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘আশা করছি করোনা সমস্যা দূর হবে। আবার সবাই মিলিত হতে পারবো।’
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২৪ নভেম্বর বিমানের বহরে যুক্ত হয় নতুন ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নাম রেখেছেন ‘ধ্রুবতারা’। এটি যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল ১৯টি।
বিমান জানিয়েছে, বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জি-টু-জি ভিত্তিতে কেনা তিনটি উড়োজাহাজের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ দুটি ২০২১ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বিমান বহরে যুক্ত হবে।
বিএ-০৫