সিলেট মিরর ডেস্ক
মে ১৪, ২০২৫
০২:৩৮ অপরাহ্ন
আপডেট : মে ১৪, ২০২৫
০৩:৪৪ অপরাহ্ন
‘চট্টগ্রাম বন্দরকে বাদ রেখে অর্থনীতিকে এগিয়ে নেওয়ার সুযোগ নেই’
চট্টগ্রাম বন্দরকে বাদ রেখে দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ বুধবার সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, ‘বন্দরের পরিবর্তন নিয়ে আগে লেখালেখি করেছি, এবার দায়িত্বে আসার পর সুযোগ পেলাম সরাসরি কাজ করার। প্রথম দিন থেকেই এটিকে একটি প্রকৃত অর্থে কার্যকর বন্দর হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছি।’
চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির ‘হৃৎপিণ্ড’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এই বন্দর ছাড়া বাংলাদেশের অর্থনীতির জন্য নতুন কোনো দিগন্ত উন্মোচন সম্ভব নয়।’
বন্দরের সক্ষমতা বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, ‘চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়াতে হলে আন্তর্জাতিক অংশীদারিত্বও প্রয়োজন। বিদেশিদের সম্পৃক্ত করেই বন্দরের সক্ষমতা বাড়ানো যেতে পারে।’
এর আগে, সকাল সোয়া ৯টার দিকে চট্টগ্রাম পৌঁছান প্রধান উপদেষ্টা। দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম চট্টগ্রাম সফর। এক দিনের সফরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নেবেন। পাশাপাশি কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনেও যোগ দেওয়ার কথা রয়েছে তার।
জিসি / ০৩