ছাত্র জমিয়তের র‌্যালিতে পুলিশি বাধার অভিযোগ

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২৬, ২০২১
০১:৫৫ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২৬, ২০২১
০১:৫৫ পূর্বাহ্ন



ছাত্র জমিয়তের র‌্যালিতে পুলিশি বাধার অভিযোগ

২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর শাখার উদ্যোগে ছাত্র জমিয়ত বাংলাদেশের বের করা র‌্যালিতে পুলিশি বাধার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে মহানগর ছাত্র জমিয়ত।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বেলা ২টায় নগরের ধোপাদিঘির পূর্ব পাড়স্থ শিশু পার্কের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে নাইওরপুল পয়েন্ট হয়ে শিশু পার্কের সামনে আসামাত্র পুলিশ বাধা দেয়। পরে সেখানেই সংক্ষিপ্ত পথসভা অনুুষ্ঠিত হয়।

মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরান আহমদের পরিচালনায় সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহীনূর পাশা চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন, ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, ছাত্র জমিয়ত বাংলাদেশের সহ-সাংগঠনিক সম্পাদক মো. হোসাইন আহমদ, কলেজ ভার্সিটি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল রাশেদ।

উপস্থিত ছিলেন, মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ সৈয়দ সালিম ক্বাসেমী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সদরুল আমিন, জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মহানগর জমিয়তের সমাজসেবা সম্পাদক হাফিজ কবির আহমদ, যুব জমিয়তের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন নগরী, মহানগর যুব জমিয়তের সিনিয়র সহ-সভাপতি আসাদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার, মুফতি সিরাজুল ইসলাম, মহানগর ছাত্র জমিয়তের সিনিয়র সহ সভাপতি হাফিজ শাহিদ আহমদ হাতিমী, সহ সভাপতি আবুল খয়ের, যুগ্ম সম্পাদক হাফিজ জাহেদ আহমদ, জেলার সহ সাধারণ সম্পাদক কাওসার আহমদ, প্রচার সম্পাদক আবু হানিফ সাদি, আবু বক্কর সিদ্দিক, অর্থ সম্পাদক নুরুল ইসলাম, নাজিম উদ্দিন নোমানী প্রমুখ।

র‌্যালিতে বাধা দেওয়া সম্পর্কে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিলেট মিররকে বলেন, ‘করোনার কারণে তাদেরকে র‌্যালির অনুমতি দেওয়া হয়নি। রবিবার তাদেরকে বিষয়টি জানানোও হয়। তবু তারা সোমবার র‌্যালি বের করেন।’

আরসি-০২