সময়পাঠের ‘লেখক-পাঠক অন্তরঙ্গ আলাপ’ শনিবার

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ০৭, ২০২৫
০৭:৫২ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৭, ২০২৫
০৭:৫২ অপরাহ্ন



সময়পাঠের ‘লেখক-পাঠক অন্তরঙ্গ আলাপ’ শনিবার


সাহিত্যের ছোটকাগজ ‘সময়পাঠ’-এর উদ্যোগে ‘লেখক-পাঠক অন্তরঙ্গ আলাপ’আগামীকাল অনুষ্ঠিত হবে।

শনিবার (৮ নভেম্ভর) সন্ধ্যা সাড়ে ৫টায় নগরের জিন্দাবাজারে ইমজা হল রুমে এটি অনুষ্ঠিত হবে।

সদ্যপ্রকাশিত ‘সময়পাঠ-এর জুন ও সেপ্টেম্বর সংখ্যা দুটি সামনে নিয়ে এ অন্তরঙ্গ আলাপের আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, সমাজ নিয়ে, সমাজের অন্তর-বাহির নিয়ে কথা আছে বিস্তর,কথা আছে সাহিত্য নিয়েও; সাহিত্যে সমাজ, সমাজে সাহিত্য অথবা এ বসময়ের সাহিত্য-সমাজ নিয়ে কথা বলবার দরকার আছে। যেমন দরকার আছে সময়কে পাঠ করবার, সময়ের পাঠ সম্পর্কে জানাশোনার।

অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকল লেখক ও পাঠককে সাদর আমন্ত্রণ জানিয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন।



এএফ/০৫