শাহপরাণ থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২৬, ২০২১
০২:০৬ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২৬, ২০২১
০২:০৬ পূর্বাহ্ন



শাহপরাণ থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানার জানুয়ারি মাসের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে এগারোটায় শাহপরাণ থানা প্রাঙ্গণে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ।

তিনি বলেন, ‘মাদক ও জুয়ার বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশ প্রতিনিয়ত অভিযান অব্যাহত রেখেছে। এসব সমস্যা দূর করার জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন।’ এ বিষয়ে সবার সহযোগিতা ও তথ্য দিয়ে এগিয়ে আসার আহবান জানান তিনি।

উপস্থিত ছিলেন, অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপ্স) মো. শফিকুল ইসলাম, উপ-কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা পিপিএম, অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর-অপরাধ) এহসান চৌধুরী পিপিএম ও শাহপরাণ থানার কর্মকর্তা এবং থানা এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিবৃন্দ পুলিশের কার্যক্রম ও এলাকার নাগরিক সমস্যা নিয়ে তাদের নিজ নিজ বক্তব্য উপস্থাপন করেন।

আরসি-০৩