প্রেমে-মানবতায় জয়ী হ্যাপী রানী ধরকে সম্মাননা প্রদান

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২৬, ২০২১
০২:২৭ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২৬, ২০২১
০২:২৭ পূর্বাহ্ন



প্রেমে-মানবতায় জয়ী হ্যাপী রানী ধরকে সম্মাননা প্রদান


সিলেটে অনলাইন নিউজ পোর্টাল ব্রেকিংস টুয়েন্টি ফোর এর উদ্যোগে আয়োজিত প্রেমে-মানবতার জয়ী হ্যাপী রানী ধরের সম্মাননা প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ ডন বলেছেন, মানবতার চেয়ে বড়ো ধর্ম আর নেই। তিনি বলেন, ত্যাগ, ভালোবাসা আর পারস্পরিক শ্রদ্ধাবোধ পারিবারিক সম্পর্কের মূল ভিত্তি। স্বামীর জন্য স্ত্রীর এমন প্রেম ও ত্যাগের সম্পর্ক আজকের সমাজে বিরল আর এখানেই হ্যাপী রানী অনন্য। সামাদ ডন বলেন, অনলাইন পোর্টাল ব্রেকিংস টুয়েন্টি ফোর হ্যাপী রানীকে সম্মাননা প্রদানের মাধ্যমে সামাজিক দায়িত্ব পালনের যে এক অনুকরনীয় দৃষ্টান্ত স্থাপন করল তা সত্যিই প্রশংসার দাবিদার। তিনি আরো বলেন, পারিবারিক এ ত্যাগ, ভালোবাসার দৃষ্টান্ত আমাদের পরিবার, সমাজ রাজনীতিতে ছড়িয়ে দিতে হবে।
রবিবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয়। ব্রেকিংস টুয়েন্টি ফোর এর নির্বাহী সম্পাদক এনামুল হক সাজনুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।
প্রধান বক্তার বক্তব্যে নাসির খান বলেন, ব্রেকিংস এর আজকের এ আয়োজন আমাদের সমাজে নারীর অবদানকে ভিন্নমাত্রায় প্রতিষ্ঠিত করল। সমাজ, রাস্ট্র সর্বক্ষেত্রে নারীর অবদানকে মানুষের কাছে তুলে ধরতে হবে। তিনি শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান। সংগঠক আশরাফুল ইসলাম অনির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা বিশ্লেষক প্রণবকান্তি দেব।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আবুল কাশেম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সেলিম আহমদ সেলিম, সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সিলেট মহিলা সংস্থার চেয়ারম্যান হেলেন আহমদ, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সাধারণ সম্পাদক  সজল ছত্রী, হাওড় বাঁচাও আন্দোলন, সিলেটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন আহমদ ,এমসি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টিপু, জগন্নাথপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবীব, সাধারণ সম্পাদক মুতাহির আলী, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ সভাপতি হামিদুর রহমান চৌধুরী বাচ্চু, সহ সম্পাদক সোহেল আহমদ, সদস্য সাদিকুর রহমান সাদ, বাদশা মিয়া, জগন্নাথপুর কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকত শাহ মো. আবুল কাহার রাসেল, মহানগর যুবলীগ নেতা শাহ রিপন কোরেশী, হোসাইন আহমেদ টিটু, শেখ মামুন, জহুর মিয়া, সুলতান মিয়া, জাহাঙ্গির আলম, সৈয়দ তানিন আহমেদ, অ্যাডভোকেট জাবের আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। জাতীয় সঙ্গীত পরিচালনা করেন সঙ্গীত শিল্পী বিথী রানী নাথ। সম্মাননা অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথি ও সুধীবৃন্দ সম্মাননাপ্রাপ্ত হেপী রানী ধরকে দাঁড়িয়ে সম্মান জানান।
অনুষ্ঠানের  সংবর্ধিত অতিথি হ্যাপী রানী ধরের হাতে সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
উল্লেখ্য যে, গত বছরের ২৪ জানুয়ারি দিল্লির সুপার স্পেশালিটি হসপিটাল (বিএলকে) হাসপাতালে  প্রখ্যাত সার্জন, গ্যাস্টোলিস্ট ডা. অভিজিৎ চৌধুরীর তত্বাবধানে এই দম্পতির লিভার ট্রান্সপ্লানটেশনের সফল অস্ত্রপচার সম্পন্ন হয়।
এএন/০১