শেভরনের উদ্যোগে সিলেটে ৮৪৯ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২৬, ২০২১
০২:৩৩ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২৬, ২০২১
০২:৩৩ পূর্বাহ্ন



শেভরনের উদ্যোগে সিলেটে ৮৪৯ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

শেভরন বাংলাদেশের উদ্যোগে সিলেট বিভাগের ২৩টি বিদ্যালয়ের পিছিয়ে পড়া ও মেধাবী ৮৪৯ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

প্রতি বছরের মতো শেভরন বাংলাদেশের বার্ষিক বৃত্তি প্রদান কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার সিলেটের জালালাবাদ ও হবিগঞ্জের বিবিয়ানা ও মৌলভীবাজারের গ্যাস ফিল্ড এলাকার ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করা হয়।

বৃত্তিপ্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শেভরন বাংলাদেশের সিনিয়র কো-অর্ডিনেটর (কমিউনিটি এনগেজমেন্ট) মুরাদ আহমেদ, সিনিয়র কো-অর্ডিনেটর (গভর্নমেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড সোসালইনভেস্টমেন্ট) শ্রীনিবাস চন্দ্র নাথ এবং বিদ্যালয়ের অধ্যক্ষ ও অভিভাবকবৃন্দ।

বৃত্তিপ্রাপ্তদের মধ্যে প্রায় ৬৪ ভাগ মেয়ে এবং ৬৬ জন রয়েছেন, যারা ২০২০ সালের এসএসসি পরীক্ষায় উচ্চতর গ্রেডে উত্তীর্ণ হয়েছেন।

২০২০ সালের এসএসসি পরীক্ষার পাশের ফলাফল তুলনা করলে দেখা যায় জাতীয় ও সিলেট ডিভিশনের পাসের হার যথাক্রমে ৮২ শতাংশ এবং ৮০ শতাংশ। পক্ষান্তরে শেভরনের বৃত্তিপ্রাপ্তদের গড় পাসের হার ৯৯ শতাংশ।

আরসি-০৬