দক্ষিণ সুরমায় কোভিড-১৯ বিষয়ক অ্যাডভোকেসি সভা

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২৬, ২০২১
০৩:০৩ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২৬, ২০২১
০৩:০৩ পূর্বাহ্ন



দক্ষিণ সুরমায় কোভিড-১৯ বিষয়ক অ্যাডভোকেসি সভা

এফআইভিডিবি সংঘ প্রকল্পের উদ্যোগে কোভিড-১৯ বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।

লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ফখরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কমিউনিটি নেতা এম এ আলী, দি নিউ নেশন ও দৈনিক আজকালের খবর এর সিলেট ব্যুরো প্রধান এস এ শফি।

বক্তব্য দেন, হযরত আবু দৌলত এন্ড শাহ জাকারিয়া মডেল মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল কাদির, এফআইভিডিবি’র মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার ফারহানা বিনতে হাই, এফআইভিডিবি সংঘ প্রকল্পের প্রজেক্ট এসোসিয়েট সাদিকুন নাহার, শামীমা আখতার, এনজিও কর্মী শাহিদা আখতার।

অ্যাডভোকেসি সভায় সংঘ প্রকল্পের মোগলাবাজার, মোল্লারগাও এবং লালাবাজার এলাকার কর্মীবৃন্দসহ শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আরসি-১০