দ্বিতীয় পরীক্ষায় ২৮ প্রবাসীর ২৫ জনই নেগেটিভ

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ২৬, ২০২১
১১:১৩ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২৭, ২০২১
০৪:৫৮ পূর্বাহ্ন



দ্বিতীয় পরীক্ষায় ২৮ প্রবাসীর ২৫ জনই নেগেটিভ

যুক্তরাজ্য থেকে সিলেটে আসা ২৮ যাত্রীর ফের নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা নেগেটিভ এসেছে।

আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) দ্বিতীয়বার নমুনা পরীক্ষা করা হলে তাদের এ ফলাফল আসে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল।

তিনি বলেন, যুক্তরাজ্য থেকে আসা যে ২৮ প্রবাসীর করোনা শনাক্ত হয়েছিল তাদের দ্বিতীয়বার নমুনা পরীক্ষা করা হলে ২৫ জনের ফলাফল নেগেটিভ আসে এবং তিন জনের করোনা শনাক্ত হয়েছে। 

গত ২১ জানুয়ারি যুক্তরাজ্য থেকে সিলেটে আসা ২৮ যাত্রীর করোনা পজিটিভ ধরা পড়ে। গত রবিবার (২৪ জানুয়ারি) তাদের নমুনা পরীক্ষার ফলাফলে এমনটা জানা যায়।

সিলেট মহানগর পুলিশ (এসএমপি) এর গণমাধ্যম কর্মকর্তা মো. আশরাফ উল্ল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করেন। তাদেরকে শাহপরান ৩১ শয্যা বিশিষ্ট করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছিল বলেও জানান তিনি।

গত ২১ জানুয়ারি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে আসা বিমান বাংলাদেশের ফ্লাইটে (বিজি-২০২) ১৫৭ জন যাত্রী সিলেটে আসেন। তাদেরকে নগরের সাত হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী ৪দিন হোটেলে থাকার পর ২৪ জানুয়ারি তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।

বিএ-১০