সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ২৮, ২০২১
০২:৩৩ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২৮, ২০২১
০৬:০০ পূর্বাহ্ন
৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৯৬৪ জন। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।
আজ বুধবার (২৭ জানুয়ারি) পিএসসি’র বিশেষ সভায় এ পরীক্ষায় ফলাফলের অনুমোদন দেওয়া হয়। ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
এতে আবেদন করেন চার লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। পরে ২০১৯ সালের মে মাসে বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন তিন লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। প্রিলিমিনারি থেকে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। গত বছরের ৪ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়।
টেলিটকের মাধ্যমে PSC40 স্পেস রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে রেজিস্ট্রেশন নম্বরসহ পাসওয়ার্ড ফর জেনারেল ক্যাডার/জেনারেল অ্যান্ড টেকনিক্যাল প্রফেশনাল ক্যাডার/টেকনিক্যাল ক্যাডার অথবা failed হিসেবে ফলাফল পাওয়া যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুরোধের প্রেক্ষিতে ৪৩তম বিসিএসে আবেদনের সময়সীমা দুই মাস বাড়ানো হয়েছে। এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগস্টের ৬ তারিখ অনুষ্ঠিত হবে।
আজ বুধবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সভায় এ সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন ঢাকা পোস্ট-কে বলেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুরোধের প্রেক্ষিতে আবেদনের সময় দুই মাস বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে যারা অনার্স শেষ বর্ষের লিখিত পরীক্ষা দিয়েছেন, কিন্তু ব্যবহারিক কিংবা ল্যাব কোর্স শেষ বা শুরুই হয়নি তারাও অ্যাপিয়ার্ড হিসেবে ৪৩তম বিসিএসে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনকারীর সব বিষয়ের লিখিত পরীক্ষা শেষ হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে প্রমাণ সংগ্রহ করতে হবে।’
এএফ/০৪