জকিগঞ্জে ভোটের মাঠে 'টাকার ছড়াছড়ি'

জকিগঞ্জ প্রতিনিধি


জানুয়ারি ২৮, ২০২১
০৯:০৮ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২৮, ২০২১
০৯:০৮ অপরাহ্ন



জকিগঞ্জে ভোটের মাঠে 'টাকার ছড়াছড়ি'

সিলেটের জকিগঞ্জ পৌরসভা নির্বাচনের শেষ সময়ের প্রচারে কোমর বেঁধে নেমেছেন প্রার্থীরা। কেউ কাউকে ছাড় দিতে চাইছেন না। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রচার-প্রচারণা।

আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) মধ্যরাত থেকে আনুষ্ঠানিক প্রচার শেষ হয়ে যাবে। তাই শেষ মুহূর্তের প্রচারে যেন দিন-রাত সবই সমান। প্রার্থী, সমর্থক ও ভোটারদের চোখে ঘুম নেই। পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে গ্রামাঞ্চল। আচরণবিধি লঙ্ঘন করে চলছে টাকার ছড়াছড়ি। নানা কৌশলে ভোটারদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে টাকা। ভোটারদেরকে পক্ষে আনতে উপঢৌকনও দেওয়া হচ্ছে। এমন অভিযোগ করেছেন মেয়র ও কাউন্সিলর পদের একাধিক প্রার্থী।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শাদমান সাকীব জানান, কারও বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই নির্বাচনকে কেউ প্রভাবিত করতে পারবেন না। আইনশৃঙ্খলাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে। আচরণবিধি মেনে চলতে সকল প্রার্থীকেই সতর্ক করে দেওয়া হয়েছে।

 

ওএফ/আরআর-০৯