নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৯, ২০২১
০২:৩৪ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২৯, ২০২১
০২:৩৭ পূর্বাহ্ন
সিলেটে ২৮ হাজার ৮শ পিস ইয়াবা ট্যাবলেটসহ রোকসানা আক্তার নামের এক নারীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেল ৩টায় নগরের শাহজালাল উপশহরে অভিযান চালিয়ে ওই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার ওবাইন জানান, বৃহস্পতিবার বিকেল ৩টায় নগরের শাহজালাল উপশহরে অভিযান চালিয়ে রোকসানা আক্তার নামের একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ওই নারী বিভিন্ন সময় প্রতারণা ও মাদক ব্যবসায় জড়িত ছিলেন। তার কাছ থেকে ২৮ হাজার ৮শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক রোকসানা সিলেটের জকিগঞ্জ উপজেলার এওলাসার গ্রামের আব্দুল হামিদ চৌধুরীর স্ত্রী। তাকে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএ-১১