উন্নয়মূলক কার্যক্রম পরিদর্শনে দুই মন্ত্রী সিলেটে

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২৯, ২০২১
০২:১৮ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২৯, ২০২১
০২:১৮ অপরাহ্ন



উন্নয়মূলক কার্যক্রম পরিদর্শনে দুই মন্ত্রী সিলেটে

সিলেটের উন্নয়ন কাজ পরিদর্শন করতে সিলেটে এসে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ও স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

আজ শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা সিলেট এসে পৌঁছান। এসময় সিলেট সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান।

বিমানবন্দর থেকে তারা সিলেট সার্কিট হাউজে যান। এ সময় তাদের বিশেষ সম্মান জানায় জেলা ও মহানগর পুলিশ।

আজ দিনব্যাপী তাদের সিলেট মহানগর ও এর আশেপাশ এলাকার সরকারি উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করার কথা রয়েছে। যার মধ্যে রয়েছে সিলেট সিটি করপোরেশনের লালমাটিয়া ডাম্পিং ইয়ার্ড, বাস টার্মিনাল, মেন্দিবাগস্থ জেলা পরিষদ বিপণিবিতান, সুরমা নদীর তীরবর্তী সৌন্দর্য বর্ধন কার্যক্রম, হলদিছড়া, ধোপাদিঘী, মানিকপীর কবরস্থান, শাহী ঈদগাহসহ সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প।

বিকেল ৩ টায় নগরের একটি অভিজাত হোটেলে সিলেটের উন্নয়ন নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করবেন তারা।

 

এএফ/০২