নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৩০, ২০২১
০২:৪৬ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ৩০, ২০২১
০৪:১৭ পূর্বাহ্ন
সিলেটে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২০ পিস ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে র্যাব-৯। আটককৃত যুবকের নাম আল আমিন (২৫)। ওই যুবক সিলেটের জকিগঞ্জ উপজেলার গংগারজল এলাকার মৃত জামাল আহাম্মদের ছেলে।
শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে র্যাব-৯ সিলেটের (মিডিয়া অফিসার) এএসপি ওবাইন স্বাক্ষরিত এক প্রেসি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ২০ মিনিটে এসএমপি সিলেটের শাহপরাণ (রহ.) এলাকার ২৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগ আবাসিক এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদক আইনে মামলা দায়ের করে আসামিকে এসএমপি সিলেটের শাহপরাণ (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়।
বিএ-১০