সিলেটে সরস্বতী পূজা হবে স্বাস্থ্যবিধি মেনে

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ৩০, ২০২১
০২:০৩ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ৩০, ২০২১
০২:০৩ পূর্বাহ্ন



সিলেটে সরস্বতী পূজা হবে স্বাস্থ্যবিধি মেনে

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান আসন্ন শ্রী শ্রী সরস্বতী পূজা সরকারের স্বাস্থ্যবিধি মেনে অনাড়ম্বরভাবে আয়োজন করা হবে। প্রতিমা শোভাযাত্রায় থাকবে না সাউন্ড সিস্টেমের ব্যবহার।

শুক্রবার সকালে মদন মোহন কলেজের শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

মদন মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সর্বানী অর্জুনের সভাপতিত্বে ও মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় মতবিনিময় সভায় জানানো হয়Ñ সরস্বতী পূজার দিন দর্শনার্থী, পূজারী, পুরোহিতসহ সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে। শারীরিক দূরত্ব বজায় রেখে অঞ্জলি প্রদানসহ সাত্ত্বিকভাবে পূজা উদযাপন করতে হবে।

রাত ১০টা পর্যন্ত পূজামন্ডপে সীমিত শব্দে ধর্মীয় গান বাজানো যাবে। তবে কোনো পূজামন্ডপে আরতি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে না।

সভায় সাউন্ড সিস্টেম ছাড়া শান্তিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে শোভাযাত্রা করার সিদ্ধান্ত হয়। সভায় স্থানীয় প্রশাসন, রাজনীতিবিদ, সাংবাদিকসহ সব মহলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। সিলেট মহানগরের শতাধিক পূজামণ্ডপের সভাপতি, সম্পাদক ও প্রতিনিধিরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য দেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মহানগর কমিটির সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, মদন মোহন কলেজের অধ্যাপক আশুতোষ দাস, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও পূজা পরিষদের সিনিয়র নেতা বিজিত চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও মহানগর পূজা পরিষদের উপদেষ্টা জগদীশ চন্দ্র দাস, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিধান সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও পূজা পরিষদের সিনিয়র সদস্য তপন মিত্র, মহানগর আওয়ামী লীগের সদস্য সুদীপ দেব, কাউন্সিলর বিক্রম কর সম্রাট, পূজা কমিটির পক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সঞ্জয় কুমার নাথ, অপূর্ব কুমার দাস প্রমুখ।

উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাশ চৌধুরী, দেবাশীষ দে বাসু, মহানগর পূজা পরিষদের সভাপতি সুব্রত দেব, মহানগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দে, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, মহানগর যুগ্ম সম্পাদক চন্দন দাশ, প্রভাষক উজ্জল দাস, মিন্টু পাল, জেলা যুগ্ম সম্পাদক অরুন দেবনাথ সাগর, মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পিযুষ কান্তি দে, মহানগর পূজা পরিষদের সাংগঠনিক সম্পাদক মনোজ দত্ত মুন্না, নিখিল দে, লিটন পাল, জোনাক চৌধুরী প্রমুখ।

আরসি-০১