ওসমানীনগরে সড়কের কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

ওসমানীনগর প্রতিনিধি


জানুয়ারি ৩০, ২০২১
০৮:১৫ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ৩০, ২০২১
০৮:১৫ অপরাহ্ন



ওসমানীনগরে সড়কের কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

সিলেটের ওসমানীনগর উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের বেগমপুর বাজার হইতে কালনীরচর বাজার পর্যন্ত এলজিইডি রাস্তার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী।

শুক্রবার বিকালে স্থানীয় চাতলপাড় ও নুরপুর এলাকায় পৃথক পৃথক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত হয়ে একত্মতাপোষন করেন।

এসময় বক্তারা বলেন, এলজিইডির অর্থায়নে ঢাকা-সিলেট মহাসড়কের বেগমপুর বাজার হইতে কালনীরচর বাজার পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার রাস্তা মেরামতে কাজ বরাদ্দ দেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। কয়েক কোটি টাকার উক্ত কাজে ঠিকাদারী প্রতিষ্ঠান অনিয়ম ও দুর্নীতি শুরু করেছে। এতে কাজ শেষের আগেই সড়ক চলাচলের অনুপযোগি হওয়ার আশঙ্কা রয়েছে। রাস্তার ৬ ইঞ্চি পুরু ঢালাই হওয়ার কথা থাকলেও ঠিকাদারী প্রতিষ্ঠান দিচ্ছে মাত্র ২ থেকে ৩ ইঞ্চি। আবার রাস্তার অনেক জায়গায় আধা ইঞ্চি পুরুত্বে কাজ শেষ করা হয়েছে। অন্যদিকে পুরাতন কার্পেটিংয়ের মালামাল ও নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। দায়সারা গোছের কাজে এলাকার অনেকেই আপত্তি জানালেও আমলে নিচ্ছে না ঠিকাদারি প্রতিষ্ঠান।

বক্তারা এ ব্যাপারে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, শিডিউল মোতাকেব কাজ না হলে এলাকাবাসী বৃহৎ আন্দোলন গড়ে তুলবে।  

এসময় বক্তব্য দেন, নিরঞ্জন সূত্রধর, ইউপি সদস্য রঞ্জু কুমার ধর, সমাজসেবক সাজু আহমদ, কাপ্তান মিয়া, রাসেল আহমদ, জোবায়ের আহমদ রাসেল, সামির আলী, দিলাল মিয়া, জিলাল মিয়া, দিলশাদ হোসেন প্রমুখ।

ইউডি/আরসি-০৬