ওসমানীনগর প্রতিনিধি
জানুয়ারি ৩১, ২০২১
১২:৫৮ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ৩১, ২০২১
১২:৫৮ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরের পশ্চিম সিরাজনগর গ্রামে দুরারোগ্য রোগে আক্রান্ত এক যুবকের চিকিৎসার জন্য ৫৮ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে পশ্চিম সিরাজনগর প্রবাসী যুবসমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আজ শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে সিরাজনগর মসজিদ সংলগ্ন মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সমাজসেবক আব্দুল মজিদ। দিদার আহমদ সাজুর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন বুরুঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান খালেক আহমদ লটই। বিশেষ অতিথির বক্তব্য দেন, সমাজসেবক ও শিক্ষানুরাগী শানুর মিয়া, জইন আলী, রংগু মিয়া, সিরাজ মিয়া, নুরুল আমীন, ছুরুক মিয়া, গনি মিয়া, ইউপি সদস্য আতিকুর রহমান আতিক, হাবিবুর রহমান, মানিক মিয়া, রুহেল মিয়া, আনু মিয়া, তোফায়েল আহমদ, মুহিদ আহমদ, মুজাদ মিয়া, গয়াছ মিয়া, আব্দুল মানিক ও শাজাহান বারী জয়নুর।
আলোচনা সভা শেষে মহামারী করোনাভাইরাসের হাত থেকে দেশে ও প্রবাসে অবস্থানরত সকলের নিরাপদে থাকার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউডি/আরআর-০৬