শিক্ষা প্রতিষ্ঠানে বেতন মওকুফের দাবিতে সিলেটে ছাত্র ইউনিয়নের গণস্বাক্ষর কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ৩০, ২০২১
০৯:০৯ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ৩০, ২০২১
০৯:০৯ অপরাহ্ন



শিক্ষা প্রতিষ্ঠানে বেতন মওকুফের দাবিতে সিলেটে ছাত্র ইউনিয়নের গণস্বাক্ষর কর্মসূচি

করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন-ফি মওকুফ, শিক্ষক-শিক্ষার্থীদের অগ্রাধিকারভিত্তিতে করোনার টিকা দেওয়াসহ আট দফা দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে নগরের চৌহাট্টা এলাকায় এই গণস্বাক্ষর সংগ্রহ করে সংগঠনটি।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নাবিল এইচ, মহানগর সংসদের সভাপতি হাছান বক্ত চৌধুরী কাউছার, কোষাধ্যক্ষ মৌহাইমিনুল ইসলাম মাহিন, ছাত্রনেতা নাহিদ হাসান প্রান্তিক, সন্দীপ দেব প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, ‘করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পরেও বেতন-ফি আদায় করা অমানবিক। এমনকি বাজার অর্থনীতির বিবেচনায়ও শিক্ষাপ্রতিষ্ঠানের সব সুযোগ-সুবিধা, গবেষণাগার, গ্রন্থাগার বন্ধ থাকার পরেও এসবের ফি আদায় করা অন্যায্য।’

বক্তারা বলেন, ‘অবিলম্বে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এবং শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্র প্রতিনিধির সঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয় খোলার রোডম্যাপ ঘোষণা করতে হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষক-শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান করতে হবে।’

এসময় আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত এ গণস্বাক্ষর কর্মসূচি চলবে বলেও জানান নেতৃবৃন্দ।

বিএ-০৭