জকিগঞ্জে মাত্র দুই ভোটে জয়ী আ.লীগের বিদ্রোহী আহাদ

জকিগঞ্জ প্রতিনিধি


জানুয়ারি ৩০, ২০২১
০৯:৪৪ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ৩০, ২০২১
১০:৩১ অপরাহ্ন



জকিগঞ্জে মাত্র দুই ভোটে জয়ী আ.লীগের বিদ্রোহী আহাদ

আব্দুল আহাদ

সিলেটের জকিগঞ্জ পৌরসভার নির্বাচনে মাত্র ২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল আহাদ। বিজয়ী আব্দুল আহাদ পেয়েছেন ২ হাজার ৮৩ ভোট ও তার নিকটত্ম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক আহমদ পেয়েছেন ২ হাজার ৮১ ভোট।

আজ শনিবার (৩০ জানুয়ারি) রাতে প্রাথমিকভাবে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শাদমান সাকীব এ ফলাফল ঘোষণা করেন।

তবে ফারুক আহমদ নির্বাচনের ভোট পুনঃগণনার দাবি জানিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। জকিগঞ্জ পৌরসভার ৪, ৬ ও ৯ নম্বর ওয়ার্ডে ভোট কারচুপির অভিযোগ এনেছেন তিনি।

নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন নৌকা প্রতীকে পেয়েছেন ৬৫৯ ভোট, বিএনপির মনোনীত প্রার্থী দলের আহ্বায়ক সাবেক মেয়র ইকবাল আহমদ তাপাদার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬০৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী পৌর আল ইসলাহ'র সভাপতি হিফজুর রহমান মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৮৫ ভোট, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী পৌর জাপার সভাপতি সাবেক মেয়র আব্দুল মালেক ফারুক লাঙল প্রতীকে পেয়েছেন ৭৫৯ ভোট এবং বিএনপির বিদ্রোহী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট আব্দুল্লাহ আল মামুন হীরা চামচ প্রতীকে পেয়েছেন ১৮৫ ভোট।

সহকারী রিটার্নিং কর্মকর্তা শাদমান সাকীব জানিয়েছেন, ফারুক আহমদ কয়েকটি ভোটকেন্দ্রে ভোট পুনঃগণনার দাবি জানিয়ে রিটার্নিং কর্মকর্তা বরাবরে লিখিত দাবি জানিয়েছেন। এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। ভোট পুনঃগণনা বিষয়ে রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

 

ওএফ/আরআর-১০