সিলেটের দুই পৌরসভায় নৌকার জামানত বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ৩১, ২০২১
০৭:২৪ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০১, ২০২১
০৪:০০ পূর্বাহ্ন



সিলেটের দুই পৌরসভায় নৌকার জামানত বাজেয়াপ্ত
একটিতে ধানের শীষ

সিলেটের দুই পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনে গোলাপগঞ্জ ও জকিগঞ্জ পৌরসভায় নৌকার ভরাডুবিতে জামানত বাজেয়াপ্ত হয়।

জামানত বাজেয়াপ্ত হওয়া দুই প্রার্থী হলেন গোলাপগঞ্জে আওয়ামী লীগ মনোনীত রুহেল আহমেদ এবং জকিগঞ্জের বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন। জকিগঞ্জে খলিল উদ্দিনের সঙ্গে জামানত হারিয়েছেন বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইকবাল আহমেদ তাপাদার।  

গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে মোট ভোট পড়েছে ১৬ হাজার ৪১২টি। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রুহেল আহমেদ পেয়েছেন মাত্র ১ হাজার ১৭৫ টি। যা মোট প্রয়োগকৃত ভোটের ১৬ ভাগের চেয়ে কিছু কম। অন্যদিকে জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে মোট ভোট পড়েছে ৮ হাজার ৩৫৯টি। এরমধ্যে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন পেয়েছেন মাত্র ৬৫৯টি ভোট। যা মোট প্রয়োগকৃত ভোটের ১২ ভাগের চেয়ে কিছু বেশি। এতেই জামানত ফিরে পাওয়ার যোগ্যতা হারান এই দুই প্রার্থী।  

জকিগঞ্জে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইকবাল আহমেদ তাপাদার পেয়েছেন ৬০৭ ভোট। যা মোট প্রয়োগকৃত ভোটের প্রায় ১৪ ভাগের কাছাকাছি।

নির্বাচনী বিধিমালা অনুযায়ী কোনো প্রার্থী মোট প্রয়োগ ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট অর্জন করতে না পারেন, তাহলে সেই প্রার্থী জামানত ফিরে পাওয়ার যোগ্যতা হারাবেন। জামানত টিকিয়ে রাখতে হলে গোলাপগঞ্জের আওয়ামী লীগ প্রার্থী রুহেলের প্রয়োজন ছিল ২ হাজার ৫২ ভোট। অন্যদিকে জকিগঞ্জের খলিল উদ্দিনের প্রয়োজন ছিল ১ হাজার ৪৪ ভোটের।

আরসি-০১