একটিতে নৌকা দুটিতে আ. লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ৩১, ২০২১
০৩:২৬ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ৩১, ২০২১
০৩:২৬ পূর্বাহ্ন



একটিতে নৌকা দুটিতে আ. লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী
সিলেটের তিন পৌরসভায় নির্বাচন

গোলাপগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম রাবেল এবং জকিগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল আহাদ বিজয়ী হয়েছেন। অপরদিকে মৌলভীবাজার পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফজলুর রহমান বিজয়ী হয়েছেন।

অপ্রীতিকর ঘটনা ছাড়াই শনিবার সিলেটের তিন পৌরসভায় ভোটগ্রহণ হয়। গোলাপগঞ্জ ও জকিগঞ্জে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী ছিলেন। তবে মৌলভীবাজারে নির্বাচনের একদিন আগেই বিএনপির প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ায় আওয়ামী লীগের প্রার্থীর বিজয় প্রায় নিশ্চিত হয়ে যায়।

বেসরকারি ফলাফল অনুযায়ী গোলাপগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম রাবেল ১ হাজার ৩০৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫ হাজার ৮৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাকারিয়া আহমদ পাপলু মোবাইল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫৪৮ ভোট। বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন পেয়েছেন ৪ হাজার ২২২ ভোট এবং আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. রুহেল আহমদ পেয়েছেন ১ হাজার ১৭৫ ভোট।

জকিগঞ্জ পৌরসভায় বিজয়ী আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুল আহাদ মাত্র ২ ভোটে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২ হাজার ৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক বিদ্রোহী প্রার্থী ফারুক আহমদ পেয়েছেন ২ হাজার ৮১ ভোট। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও পৌরসভার বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন নৌকা প্রতীকে পেয়েছেন ৬৫৯ ভোট। বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক মেয়র ইকবাল আহমদ তাপাদার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬০৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী হিফজুর রহমান মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৮৫ ভোট, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী পৌর জাপার সভাপতি সাবেক মেয়র আব্দুল মালেক ফারুক লাঙল প্রতীকে পেয়েছেন ৭৫৯ ভোট এবং বিএনপির বিদ্রোহী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন হীরা চামচ প্রতীকে পেয়েছেন ১৮৫ ভোট।

এছাড়া মৌলভীবাজার পৌরসভায় নৌকা প্রতীক নিয়ে ১৩ হাজার ৭০০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ফজলুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী অলিউর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭৩২ ভোট।

আরসি-০৫