ভোট প্রয়োগে এগিয়ে গোলাপগঞ্জ, পিছিয়ে মৌলভীবাজার

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ৩১, ২০২১
০৩:৪৪ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ৩১, ২০২১
০৩:৫২ পূর্বাহ্ন



ভোট প্রয়োগে এগিয়ে গোলাপগঞ্জ, পিছিয়ে মৌলভীবাজার
সিলেটের তিন পৌরসভায় নির্বাচন

অপ্রীতিকর ঘটনা ছাড়াই তৃতীয় ধাপে সিলেটের তিন পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) দিনভর সিলেটের গোলাপগঞ্জ ও জকিগঞ্জ পৌরসভায় এবং মৌলভীবাজার পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার উপস্থিত ছিলেন গোলাপগঞ্জে। সবচেয়ে কম ছিলেন মৌলভীবাজার পৌরসভায়।  

সিলেটের তিন পৌরসভায় মোট ভোটার ছিলেন ৭৮ হাজার ৭০০ জন। এর মধ্যে ভোট প্রয়োগ করেছেন ৪২ হাজার ৯৬১ জন। যা মোট ভোটারের ৫৫ শতাংশ।

গোলাপগঞ্জে মোট ভোটার ছিলেন ২২ হাজার ৯১৬ জন। যাদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৬ হাজার ৪১২ জন। এখানে মোট ভোটারের ৭২ শতাংশই ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সবচেয়ে কম ভোটার ছিলেন জকিগঞ্জ পৌরসভায়। মোট ১২ হাজার ৩৩৮ জনের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৮ হাজার ৩৫৯ জন। পৌরসভাটির মোট ভোটারের ৬৮ শতাংশ ভোটারই ভোটাধিকার প্রয়োগ করেছেন।

তৃতীয় ধাপের নির্বাচনে মৌলভীবাজার পৌরসভায় ভোটার সবচেয়ে বেশি। যদিও এখানে সবচেয়ে কম ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন এখানে। মোট ৪৩ হাজার ৪৪৬ ভোটারের মধ্যে মাত্র ১৮ হাজার ১৯০ জন ভোট দিয়েছেন। যা মোট ভোটারের ৪২ শতাংশ।

নির্বাচনের আগের দিন মৌলভীবাজার পৌরসভা নির্বাচনের বিএনপির মনোনীত প্রার্থী ভোট বর্জন করেছিলেন। ফলে নির্বাচন একপেশে হয়ে যায়। প্রার্থীর নির্বাচন বর্জনের কারণে অনেক ভোটার তাই ভোট দিতেই যাননি বলে মনে করছেন স্থানীয়রা।

আরসি-০৬