সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ৩১, ২০২১
০৯:০৮ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ৩১, ২০২১
০৯:০৮ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রে পুলিশের হাঁটুচাপায় কৃষ্ণাঙ্গ তরুণ জর্জ ফ্লয়েডের মৃত্যু ঘিরে বিশ্বজুড়ে আলোড়ন তোলা বর্ণবাদবিরোধী আন্দোলন ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’কে নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করা হয়েছে। নরওয়ের সংসদের এক সদস্য ব্ল্যাক লাইভস ম্যাটারের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করেছেন বলে শনিবার খবর দিয়েছে ফরাসী বার্তাসংস্থা এএফপি।
২০১৩ সালে বর্ণবাদবিরোধী আন্দোলন থেকে ব্ল্যাক লাইভস ম্যাটারের যাত্রা শুরু হয়। পুলিশের নির্যাতনে গত বছরের মে মাসে কৃষ্ণাঙ্গ তরুণ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর এই আন্দোলন তীব্র আকার ধারণ করে। ‘নিশ্বাস নিতে পারছেন না’ বলে ফ্লয়েড আর্তনাদ করলেও শেতাঙ্গ এক পুলিশ তাকে আট মিনিট ধরে হাঁটুর নিচে চেপে রাখেন। এর এক পর্যায়ে পুলিশের হাঁটুর নিচেই প্রাণ যায় মার্কিন এই কৃষ্ণাঙ্গ তরুণের।
ফরাসী বার্তাসংস্থা এএফপিকে তিনি বলেন, বর্ণবাদী অবিচারের বিরুদ্ধে বিশ্বজুড়ে গড়ে ওঠা শক্তিশালী আন্দোলনগুলোর অন্যতম একটি ব্ল্যাক লাইভস ম্যাটার। তারা অনেক অনেক দেশে ছড়িয়ে পড়েছে, বর্ণবাদী অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করছে।
প্রত্যেক বছর বিশ্বের বিভিন্ন দেশের সংসদ সদস্য, মন্ত্রী, সাবেক নোবেল জয়ী এবং বিশিষ্ট শিক্ষাবিদসহ লাখ লাখ মানুষ ভিন্ন ভিন্ন নোবেল পুরস্কারের জন্য পছন্দের প্রার্থীদের নাম প্রস্তাব করেন। চলতি বছরের নোবেল পুরস্কারের মনোনয়নের জন্য নাম প্রস্তাবের সময় রোববার শেষ হচ্ছে।
বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ গোপন মার্কিন নথি ফাঁস করে বিশ্বজুড়ে সাড়া জাগানো ও বিতর্কিত ওয়েবসাইট উইলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং গণমাধ্যম অধিকারবিষয়ক সংস্থা আরএসএফ ও বেলারুশের রাজনীতিবিদ সেভেৎলানা টিখানোভস্কায়া নেতৃত্বাধীন দেশটির তিন বিরোধীনেতার নামও এবারের নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করা হয়েছে।
আরসি-০৯