সিলেটে পৌঁছেছে করোনার টিকা

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ৩১, ২০২১
০৬:৩৬ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ৩১, ২০২১
০৬:৪৪ অপরাহ্ন



সিলেটে পৌঁছেছে করোনার টিকা

সিলেটে এসে পৌঁছেছে করোনার টিকা। আজ রবিবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় সিলেট সিভিল সার্জন কার্যালয়ে এসে টিকা পৌঁছে।

জানা গেছে রবিবার সিলেটে ১৯ কার্টন ভ্যাক্সিন আসে। প্রতিটি কার্টনে ১ হাজার ২০০ ভায়েল করে টিকা রয়েছে। সে হিসেবে সিলেটে প্রথম ধাপে এসেছে পৌঁছেছে ২ লাখ ২৮ হাজার ডোজ টিকা।

এসময় টিকা গ্রহণ করেন সিলেটের সিভিল সার্জন ডা.প্রেমানন্দ মন্ডল, স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুলতানা রাজিয়া, সহকারী পরিচালক ডা.আনিসুর রহমান, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা.হিমাংশু লাল রায় প্রমুখ।

এনএইচ/বিএ-০৫