জকিগঞ্জে জামানত হারালেন ৫ মেয়র প্রার্থী

জকিগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ০১, ২০২১
০২:৪৭ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০১, ২০২১
০২:৪৭ পূর্বাহ্ন



জকিগঞ্জে জামানত হারালেন ৫ মেয়র প্রার্থী

সিলেটের জকিগঞ্জ পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীসহ ৫ মেয়র প্রার্থী জামানত হারিয়েছেন।

গতকাল শনিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে মোট ভোট পড়েছে ৯ হাজার ৮৪০টি। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন (নৌকা) পেয়েছেন ৬৫৯ ভোট, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইকবাল আহমেদ তাপাদার (ধানের শীষ) পেয়েছেন ৬০৭ ভোট, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মালেক ফারুক (লাঙ্গল) পেয়েছেন ৭৫৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী জাফরুল ইসলাম (হ্যাঙ্গার) পেয়েছেন ১ হাজার ১৫৭ ভোট এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী এডভোকেট আব্দুল্লাহ আল মামুন হিরা (চামচ) পেয়েছেন ১৮৫ ভোট।

নির্বাচনী বিধিমালা অনুযায়ী কোনো প্রার্থী যদি মোট প্রয়োগ হওয়া ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট অর্জন করতে না পারেন, তাহলে সেই প্রার্থী জামানত ফিরে পাওয়ার যোগ্যতা হারাবেন। সে হিসেবে জামানত রক্ষা করতে পরাজিত প্রার্থীদের ১ হাজার ২১৭টি করে ভোট পাওয়া দরকার ছিল।

জকিগঞ্জ পৌরসভার নির্বাচনে মাত্র ২ ভোটের ব্যবধানে জয়ী হয়ে মেয়র হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল আহাদ। তিনি পেয়েছেন ২ হাজার ৮৩ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক আহমদ পেয়েছেন ২ হাজার ৮১ ভোট।

 

ওএফ/আরআর-১১