সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ০১, ২০২১
০৬:৩১ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০১, ২০২১
০৬:৩১ পূর্বাহ্ন
সিলেট অঞ্চলে চা-বাগান এলাকায় প্রতি ১০ হাজার মানুষের মধ্যে ২০ জনের বেশি কুষ্ঠ রোগে আক্রান্ত। হীড বাংলাদেশের জরিপে এ তথ্য উঠে এসেছে। বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে রবিবার আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানানো হয়েছে।
‘সম্মিলিত প্রচেষ্ঠায় কুষ্ঠকে করি জয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করেছে বেসরকারি সংস্থা দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল ও হীড বাংলাদেশ।
সকালে সিলেটের সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় জানানো হয়, কুষ্ঠ রোগ নিয়ন্ত্রণের লক্ষ্যে চা-বাগান এলাকার ঘরে ঘরে জরিপ কার্যক্রম, উঠান বৈঠক ও পঞ্চায়েত প্রধানদের নিয়ে অবহিতকরণ সভা পরিচালনা করে আসছে হিড বাংলাদশে। এছাড়াও প্রতি চা-বাগানে কুষ্ঠ রোগী নিয়ে কুষ্ঠ স্বাবলম্বী দল গঠন করে তাদের অর্থনৈতিক জীবনযাত্রার মান উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করছে।’
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ২০২১ সালে কোডিভ-১৯ এর কারণে কুষ্ঠ রোগী শনাক্তকরণ বিলম্বিত হয়। তারপরও সিলেট জেলায় ২৪ জন কুষ্ঠ রোগী শনাক্ত হয়। এর মধ্যে মোট জীবানুযুক্ত রোগীর সংখ্যা ২ জন এবং কম জীবানুমুক্ত রোগীর সংখ্যা ২২ জন। এর মধ্যে বেশি জীবানুযুক্ত শিশু রোগী ২ জন ও কম জীবানুমুক্ত শিশু রোগী ২ জন অন্তর্ভুক্ত আছেন। তাছাড়া আরও ৭ জন সন্দেহজনক কুষ্ঠ রোগী নিবন্ধনের অপেক্ষায় আছেন।
বিগত ২০১৫-২০২০ সালের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে ২ হাজার ২ শতাধিক কুষ্ঠ রোগী শনাক্ত করা হয়েছে। হীড বাংলাদেশ কোভিড-১৯ রোগ প্রতিরোধে তিন শতাধিক কুষ্ঠ রোগীকে মাস্ক, স্যানিটাইজার বিতরণ করেছে এবং ৭৯৪ জনের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। এ রোগ সম্পর্কে সবার মধ্যে সচেতনতা বাড়াতে কাজ চলছে বলেও জানান সংশ্লিষ্টরা।
সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডলের সভাপতিত্বে ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. স্বপ্নীল সৌরভ রায়ের পরিচালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, ‘চা-বাগান অঞ্চলে প্রতি ১০ হাজারে কুষ্ঠ রোগীর সংখ্যা ২০ জনের অধিক। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডা. নুরে আলম শামীম, সিনিয়র সাস্থ্য শিক্ষা অফিসার সুজন বণিক, প্রোগ্রাম অর্গানাইজার আব্দুল আউয়াল প্রমুখ।
আরসি-০২