নগরে বর্ণমালার মিছিল আজ

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ০১, ২০২১
০৭:০৮ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০১, ২০২১
০৭:০৮ পূর্বাহ্ন



নগরে বর্ণমালার মিছিল আজ

প্রতি বছরের মতো এবারও ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করবে সম্মিলিত নাট্য পরিষদ। ভাষার মাস বরণ উপলক্ষে বর্ণমালার মিছিল আয়োজন করেছে সংগঠনটি।

আজ সোমবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বর্ণমালার মিছিলটি শুরু হবে।

মিছিল শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষার মাসের তাৎপর্য ভিত্তিক নৃত্যের মধ্য দিয়ে ছন্দ নৃত্যালয় সিলেট ভাষার মাস বরণ করবে।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে ভাষার মাস বরণে বর্ণমালার মিছিলে স্বাস্থ্যবিধি মেনে সকলের উপস্থিতি কামনা করেছেন।

আরসি-০৬