সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ০১, ২০২১
০৫:২৫ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০১, ২০২১
০৫:২৫ অপরাহ্ন
মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নেত্রী অং সান সু চিসহ গ্রেপ্তারকৃত সকলকে মুক্তি দিতে অনুরোধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া।
জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র মিয়ানমারে জরুরি অবস্থা ঘোষণা, অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের অন্যান্য প্রবীণ ব্যক্তিদের গ্রেপ্তাতারে উদ্বেগ প্রকাশ করছে।
অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সোসাকি বলেছেন, মিয়ানমারের সেনাবাহিনী দেশটির স্টেট কাউন্সেলর অং সান সুচি এবং অন্যান্য বেসামরিক কর্মকর্তাদের গ্রেপ্তারসহ দেশের গণতান্ত্রিক উত্তরণকে নষ্ট করার পদক্ষেপ নিয়েছে এমন খবরে আমেরিকা সন্ত্রস্ত হয়ে পড়েছে।
নির্বাচনের ফলাফল পরিবর্তন করতে বা মিয়ানমারের গণতান্ত্রিক উত্তরণে বাধা দেওয়ার যে কোনও প্রয়াসের বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র।
এদিকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী ম্যারিসে পেইনও বলেছেন, আমরা সেনাবাহিনীকে আইনের শাসন মেনে চলতে আহ্বান জানাই। যেসব রাজনৈতিক নেতাকে বেআইনিভাবে আটক করা হয়েছে, আমরা তাদের অবিলম্বে মুক্তি দাবি করছি।
এর আগে সোমবার ভোরে এক অভিযানে এনএলডি নেত্রী অং সান সু চি এবং রাষ্ট্রপতি উইন মিনতকে গ্রেপ্তার করে মিয়ানমার সেনাবাহিনী। এরপরই মিয়ানমারে এক বছরের জরুরি অবস্থা জারি করে দেশটির ক্ষমতা গ্রহণ করেছে সেনাবাহিনী। কমান্ডার-ইন-চিফ মিন অং হ্লেইংয়ের কাছে দেশের হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন পেয়ে বিজয় লাভ করে সু চি’র নেতৃত্বাধীন দল এনএলডি। তবে সেনাবাহিনী অভিযোগ, নির্বাচনে জালিয়াতি করে সু চি’র দল জয় লাভ করে। সেই অভিযোগেই অভিযান চালিয়ে সু চিসহ এনএলডির শীর্ষ নেতাদের আটক করা হয়।
বিএ-০৫