ওসমানীনগর প্রতিনিধি
ফেব্রুয়ারি ০৩, ২০২১
০১:২৬ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৩, ২০২১
০১:২৬ পূর্বাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীতে অবৈধ পন্থায় বালু-পাথর উত্তোলনের ছবি সংগ্রহ করতে গিয়ে দৈনিক সংবাদ পত্রিকার তাহিরপুর প্রতিনিধি কামাল হোসেন রাফির ওপর বালু-পাথরখেকোদের হামলা ও নির্যাতনের নিন্দা জানিয়েছে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব।
এক বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, তাহিরপুরের সাংবাদিক অঙ্গনের সাহসী মুখ সাংবাদিক কামাল হোসেন রাফির ওপর অতর্কিত হামলার ঘটনায় আমরা মর্মাহত। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি।
বিবৃতিদাতারা হলেন- ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল ধর, সহ-সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক শিপন আহমদ, সহ-সাধারণ সম্পাদক কবির আহমদ, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক এস জামান ফরহাদ, নির্বাহী সদস্য এফ এম আলী ফয়েজ, জুবেল আহমদ সেকেল, কয়েছ মিয়া, রনিক পাল, নূরুল ইসলাম রাফি, সিতু সূত্রধর, আনোয়ার হোসেন আনা, জয়নাল আবেদীন প্রমুখ।
ইউডি/আরআর-০৫