সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ০৩, ২০২১
০২:৪৮ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৩, ২০২১
০২:৫৬ পূর্বাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুর যাদুকাটা নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদের সংগ্রহ করতে যাওয়া স্থানীয় সংবাদকর্মী কামাল হোসেনকে নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েসন (ইমজা) সিলেট। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার আহ্বান জানায় সংগঠনটি।
এক বিবৃতিতে ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক সজল ছত্রী বলেন, মিথ্যা অভিযোগ এনে যেভাবে একজন সংবাদকর্মীকে নৃশংস নির্যাতন করা হয়েছে, তাতেই প্রতিয়মান হয় এই দুর্বৃত্তরা একটি সংগঠিত চক্র এবং কালো টাকার জোরেই তারা এসব করার সাহস পায়।
উল্লেখ্য সংবাদ সংগ্রহে গেলে ঘাঘটিয়া গ্রামের মাহমুদ আলী শাহসহ কয়েকজন লোকের নেতৃত্বে সাংবাদিক কামাল হোসেনের ওপর দু দফায় নির্যাতন চালানো হয়। প্রধান নির্যাতনকারী ও তাদের গডফারাদারদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান ইমজা নেতৃবৃন্দ।