নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ০৩, ২০২১
০৫:৫৭ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৩, ২০২১
০৫:৫৭ অপরাহ্ন
করোনা টিকা প্রয়োগের প্রস্তুতি গ্রহণ করছে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষে গঠিত সিলেট সিটি করপোরেশনের কমিটি। মঙ্গলবার এ কমিটির এক সভা নগর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভা সূত্রে জানা যায়, প্রথম ধাপে সিলেটে আসা টিকার মধ্যে প্রায় ২৮ হাজার ডোজ থাকছে সিলেট সিটি করপোরেশন এলাকার অধিবাসীদের জন্য। টিকার জন্য নিবন্ধনে নগরবাসীকে সহযোগিতার জন্য থাকবে সিসিকের বুথ।
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান কার্যক্রমের সিলেট সিটি করপোরেশন কমিটির সভাপতি, মেয়র আরিফুল হক চৌধুরী। কোভিড-১৯ মহামারি মোকাবেলায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীগণ, রোগ প্রতিরোধ ক্ষমতাহীন জনগোষ্ঠী, বয়োজ্যেষ্ঠ জনগোষ্ঠী এবং র্দীঘমেয়াদী রোগে আক্রান্ত প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর অগ্রাধিকার তালিকা প্রণয়ন কাজের অগ্রগতি নিয়ে সভায় আলোচনা হয়।
সভায় করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম বাস্তবায়নে ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের প্রস্তাবিত টিকাদান কেন্দ্রটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। নাগরিকদের টিকা দানে উৎসাহিত করতে নানা ধরনের প্রচার কার্যক্রম হাতে নেওয়া হয়। এ সময় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের টিকাদান কেন্দ্র প্রস্তুতে সিলেট সিটি করপোরেশন সার্বিক সহযোগিতা করবে বলে জানান মেয়র আরিফুল হক চৌধুরী।
সভায় মেয়র আরিফ বলেন, ‘নাগরিকদের কোভিড ভ্যাকসিন নেওয়ার জন্য নিবন্ধন কার্যক্রমে সহায়তা করবে সিসিক।’ টিকাদান কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও আনসার দায়িত্ব পালন করবে বলেও জানানো হয়। সরকারের উচ্চ পর্যায়ের একটি মনিটরিং টিম টিকাকেন্দ্র নিয়মিত পর্যবেক্ষণ করবে।
সিসিক সূত্রে জানা যায়, সিসিকের আওত্তাধীন কেন্দ্রগুলোর জন্য ৪৬ জন টিকাদান কর্মী ও ৯২ স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া টিকার নিবন্ধনের জন্য নাগরিকদের সহায়তা করতে কয়েকটি ল্যাপটপ দিয়ে সিটি করপোরেশন কার্যালয়ে একটি বুথ, নগরের বর্ণমালা বিদ্যালয়ে একটি বুথ ও দক্ষিণ সুরমায় সুবিধাজনক স্থানে একটি বুথ স্থাপনের পরিকল্পনা করছে সিসিক। তবে সরকারের সিন্ধান্ত হচ্ছে টিকাদান কেন্দ্রের পাশে একটি ল্যাপটপ দিয়ে একটি নিবন্ধন বুথ স্থাপন করা। তাই সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে সিসিক।
এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম সিলেট মিররকে বলেন, ‘আগে শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮টি ও ওসমানী হাসপাতালে ৪টি টিকাদান কেন্দ্র রাখার সিন্ধান্ত হলেও এখন আমরা ১২টি কেন্দ্রই ওসমানী হাসপাতালে স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে মেডিকেল টিমসহ সব প্রস্তুতি রাখা হবে। এছাড়া প¦ার্শপ্রতিক্রিয়াসহ অন্য কোনো সমস্যা হলে চিকিৎসার জন্য ওসমানী হাসপাতালে ৩০ থেকে ৫০টি বেড প্রস্তুত রাখা হবে।’
তিনি আরও বলেন, ‘সিটি করপোরেশন প্রথম ধাপে প্রায় ২৮ হাজার ডোজ টিকা পাবে। ইতোমধ্যে আমরা অগ্রাধিকার ভিত্তিতে যারা পাবেন তাদের তালিকাও ঢাকায় পাঠিয়ে দিয়েছি। তবে তালিকায় নাম থাকলেও কেউ টিকা নিতে পারবেন না। টিকা নিতে হলে তাকে সুরক্ষা অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করতে হবে। সেক্ষেত্রে কেউ যাতে নিবন্ধন করতে সমস্যায় না পড়েন সেজন্য সিটি করপোরেশন নগরের কয়েকটি স্থানে নিবন্ধন বুথ স্থাপন করবে। তবে এর জন্য সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’
ভ্যাকসিন প্রদান সংক্রান্ত সিলেট সিটি করপোরেশন কমিটির সভায় বক্তব্য দেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকারিয়া, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী, পরিবার পরিকল্পনা সিলেটের উপ পরিচালক ও যুগ্ম সচিব মো. কুতুব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মো. আসলাম উদ্দিন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতারের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সিলেট জেলা সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল, ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. কাজী জানে আলম, স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. মো. আনিসুর রহমান, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এম এ সালাম, প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মো. মোসলেম উদ্দিন, সিলেট বিভাগীয় সমাজসেবার উপ পরিচালক মো. আব্দুর রফিক, অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান, আবাসিক সার্জন ডা. নুরুল ইসলাম, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. ফেরদৌস হাসান, সিলেট মহানগর পুলিশের ডিসি (সিএসবি) ইমাম মো. শাদিদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার ভারপ্রাপ্ত পরিচালক মো. নূর- এ- আলম, ও সীমান্তিকের উপ নির্বাহী পরিচালক মো. পারভেজ আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সিসিকের কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপন, তারেক উদ্দিন তাজ ও অ্যাডভোকেট রোকসানা বেগম।
এনএইচ/বিএ-০২