সরকারি কলেজের নতুন অধ্যক্ষ মাজহারুল

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ০৪, ২০২১
০৩:২২ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৪, ২০২১
০৩:২২ পূর্বাহ্ন



সরকারি কলেজের নতুন অধ্যক্ষ মাজহারুল

সিলেট সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন সুনামগঞ্জ সরকারি কলেজের বর্তমান উপাধ্যক্ষ মাজহারুল ইসলাম। বুধবার (৩ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে একটি আদেশে এ পদায়ন করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত আদেশে এ পদায়ন করা হয়। এ আদেশে সিলেট সরকারি কলেজের অধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন সুনামগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ মাজহারুল ইসলাম।

উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত আদেশে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এসব কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা এ পদে দায়িত্ব পালন করবেন।

বিএ-১৬