ওসমানীনগরে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ সম্পন্ন

ওসমানীনগর প্রতিনিধি


ফেব্রুয়ারি ০৪, ২০২১
০৮:৫২ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৪, ২০২১
০৮:৫২ অপরাহ্ন



ওসমানীনগরে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ সম্পন্ন

ওসমানীনগরের তাজপুরে (কদমতলা) সিলেটে জেলা মটরসাইকেল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লন্ডন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়ছল হোসেন সুমন। 

সিলেটে জেলা মটরসাইকেল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান ছাদিকের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল ধর, সহসভাপতি আব্দুল মতিন, সহসাধারণ সম্পাদক কবির আহমদ, লন্ডন মহানগর যুবলীগের সহসভাপতি শাহ মিনার আলী, প্রেসক্লাবের কার্যকরী সদস্য রনিক পাল, সাংবাদিক রায়হান আহমদ, উপজেলা সমাজসেবা কার্যালয়ের উপসহকারি এসএম মশিউর রহমান। 

সভায় বক্তারা বলেন, প্রশিক্ষিত নারীরা হচ্ছেন বাংলার চালিকা শক্তি। তারা দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে দেশে-বিদেশের গার্মেন্টসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে অর্থনৈতিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশের জন্য সুনাম বয়ে আনছেন। নারীর ক্ষমতায়নের বাংলাদেশের দক্ষিণ এশিয়ার মধ্যে এগিয়ে। নারীরা এখন গৃহস্থালীর পাশাপাশি বাইরেও পুরুষের সাথে পাল্লা দিয়ে কাজ করছে। একুশ শতকের চ্যালেঞ্জ অর্জনে নারী-পুরুষের বৈষম্য ভুলে সবাইকে হাতে হাত রেখে স্বনির্ভর দেশ গড়ে তুলতে হবে। 

মাসব্যাপী সেলাই প্রশিক্ষণে উপজেলার ৩৫ জন নারী অংশগ্রহণ করেন। তাদের হাতে-কলমে ব্লক বাটিকের কাজসহ পুরুষ ও মহিলাদের কাপড় তৈরির পূর্ণাঙ্গ প্রশিক্ষণ দেওয়া হয়।

ইউডি/বিএ-০৪