বুধবার রাত থেকে গ্যাস নেই শেখঘাট এলাকায়

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ০৪, ২০২১
০৯:২৬ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৪, ২০২১
০৯:২৬ অপরাহ্ন



বুধবার রাত থেকে গ্যাস নেই শেখঘাট এলাকায়

গত বুধবার রাত ২টা থেকে নগরের শেখঘাট এলাকায় গ্যাস সংযোগ বন্ধ হয়েছে। জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম সূত্রে জানা যায়, মাটির নিচ দিয়ে ইন্টারনেটের ফাইবার ক্যাবলের কাজ করতে গিয়ে গ্যাস লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সেখানে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ২টা থেকে শেখঘাট জিতু মিয়ার পয়েন্ট থেকে রাস্তার ডান পাশের এলাকায় গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন ওই এলাকার কয়েকশত গ্রাহক। গ্যাস না থাকার ফলে রান্নাসহ বিভিন্ন কাজে হিমশিম খেতে হচ্ছে এলাকাবাসীকে। এলাকাবাসীরা জানান, গতকাল বৃহস্পতিবার বেশিরভাগ মানুষ রান্নার ব্যবস্থা করতে পারেননি। অনেকে আত্মীয়ের বাড়ি থেকে রান্না করা খাবার পেয়েছেন আবার অনেকে খাবার কিনে খেয়েছেন। এদের মধ্যে আবার অনেকেই মাটির চুলায় রান্না করছেন লাকড়ি দিয়ে। এদিকে গ্যাস সংযোগ নিশ্চিতের জন্য গ্যাস লাইনে মেরামতের কাজ চলছে বলে জানায় জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম।

শেখঘাট এলাকার মঞ্জুর আলম দাদুল সিলেট মিররকে বলেন, ‘বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে দেখি গ্যাস নেই। গ্যাস না থাকায় খুব দুর্ভোগে পড়েছি। বিল্ডিংয়ের উপর তলার বাসায় সিলিন্ডার গ্যাসে দুপুরের রান্না করেছি।’

এবিষয়ে জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের মহাব্যবস্থাপক (বিপণন-উত্তর) প্রকৌশলী এ.কে.এম শামসুল আলম সিলেট মিররকে বলেন, ‘বিটিসিএল এর অপটিকাল ফাইবারের কাজের সময় গ্যাস লাইন ছিদ্র হয়ে যায়। ফলে ওই এলাকায় গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার রাত বা শুক্রবার সকালে গ্যাস সংযোগ পুণরায় চালু হওয়ার সম্ভাবনা আছে।’

এনএইচ/বিএ-০৭