নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ০৫, ২০২১
০৩:০০ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৫, ২০২১
০৩:০০ পূর্বাহ্ন
সিলেটের জালালাবাদ থানার জাঙ্গাইল এলাকায় নোহা মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে অটোরিকশা চালক আব্দুল মালেক (৩৮) নামের একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জাঙ্গাইল এলাকার সফি আহমদ স্কুল অ্যান্ড কলেজের সামনে সুনামগঞ্জগামী নোহা গাড়ি (রেজি নম্বর- ঢাকা মেট্রো- ১৪-৯২০৪) এবং সিলেটগামী সিএনজিচালিত অটোরিকশার (রেজি নম্বর সিলেট-থ ১২-০৬৫৩) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় ঘটনাস্থলে সিএনজিচালিত অটোরিকশা চালক আব্দুল মালেকের মৃত্যু হয়। এছাড়া অটোরিকশায় থাকা আরও চারজন গুরত্বর আহত হয়েছেন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাটি ধুমরে মোচরে যায় এবং মাইক্রোবাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে ঘটনার পর পর নোহা গাড়ির চালক পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের সিলেট মিররকে বলেন, ‘দুর্ঘটনায় নিহত অটোরিকশা চালকের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
এনএইচ/বিএ-১০