নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ০৫, ২০২১
০৪:০১ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৫, ২০২১
০৪:০১ পূর্বাহ্ন
নগরের হাওলদারপাড়ায় মোবাইল বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে রাজু দাস (২২) নামের এক যুবকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত রাজু হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সাওকা গ্রামের দুলাল দাসের ছেলে। তিনি বর্তমানে হাওলাদারপাড়া এলাকায় বসবাস করছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় হাওলদারপাড়া এলাকায় বিষ্ণু ডিপার্টমেন্টাল স্টোরের সামনে নিহত রাজু দাসকে অভিযুক্ত সজিব ও তার মামা রুবেল দাস ছুরিকাঘাত করেন। এসময় নিহতের বুকের ডান পাশ, কোমড়, ডান হাতের কুনই, পায়ের উরু ও পিঠে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীরা গুরুত্বর আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত সজীব জালালাবাদ রাগিব রাবেয়া স্কুলের বিপরীতে দুসকী এলাকার গোপি রায়ের ছেলে আর রুবেল দাসও একই এলাকায় বসবাস করেন।
বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এনএইচ/বিএ-১৩