নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ০৫, ২০২১
০৪:৪৩ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৫, ২০২১
০৪:৪৩ পূর্বাহ্ন
বাবা জুয়েল চৌধুরীর সঙ্গে জিমাম মোহাম্মদ চৌধুরী
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মারা যাওয়া জিমাম মোহাম্মদ চৌধুরীর (২১) মরদেহ আগামীকাল শুক্রবার সিলেট আসছে। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ১১টায় তাঁর মরদেহ ঢাকায় আসবে। হেলিকপ্টারে বেলা সাড়ে ১১টায় এমসি কলেজের মাঠে আনা হবে জিমাম চৌধুরীর লাশ।
নিহত জিমামের চাচা ব্যাডমিন্টন আম্পায়ার জহর চৌধুরী বাবু জানান, শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বাদ জুম্মা হজরত শাহজালাল (রহ.) এর দরগাহ্ মসজিদে জানাজার নামাজ শেষে মাজার কবরস্থানে দাদা মরহুম ডা. এম এ জলিল চৌধুরীর কবরের পাশে জিমাম মোহাম্মদ চৌধুরীকে শায়িত করা হবে।
উল্লেখ্য, জিমাম মোহাম্মদ চৌধুরী যুক্তরাষ্ট্রে জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ এসোসিয়েশন অব ইউএসএ’র সাবেক সভাপতি জুয়েল চৌধুরীর ছেলে। তিনি নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়তেন। গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় জিমামের বন্ধুরা তাকে মোবাইল ফোনে না পেয়ে তার বাসার (নিউইয়র্ক) দরজায় ধাক্কা দেন। এ সময় তারা জিমামের নিস্তেজ শরীর দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘর থেকে তার লাশ উদ্ধার করে।
এনপি/বিএ-১৬