নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ০৫, ২০২১
১০:০১ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৫, ২০২১
১০:০১ পূর্বাহ্ন
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের নতুন আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল্লাহ মোহাম্মদ তারিক। বুধবার (৩ ফেব্রুয়ারি) দায়িত্ব গ্রহণ করেন।
মেহাম্মদ তরিক সম্প্রতি পরিচালক পদে পদোন্নতি লাভ করেন। এরপর সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালকের দায়িত্বে থাকা মো. ফখরুল আলমের স্থলাভিষিক্ত হলেন।
আব্দুল্লাহ মোহাম্মদ তারিক ১৯৯৯ সালে ১৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিলেট বেতারে যোগদান করেন। চাকরি জীবনে তিনি চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট কেন্দ্রে উপ-আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে বদলি হয়ে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রে বাণিজ্যিক কার্যক্রমে আঞ্চলিক পরিচালক হিসেবে যোগদান করেন। সেখান থেকে বদলি হয়ে তিনি সিলেট কেন্দ্রে যোগদান করলেন।
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি গ্রামের স্থায়ী বাসিন্দা আব্দুল্লাহ মোহাম্মদ তারিক দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।
এএন/০১