শাবির কর্মকর্তা সমিতির নতুন নেতৃবৃন্দকে শুভেচ্ছা

শাবি প্রতিনিধি


ফেব্রুয়ারি ০৫, ২০২১
০৯:৫৪ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৫, ২০২১
০৯:৫৭ অপরাহ্ন



শাবির কর্মকর্তা সমিতির নতুন নেতৃবৃন্দকে শুভেচ্ছা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মকর্তা সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কনফারেন্স রুমে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয় বলে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহজালাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন নির্বাচন-২০২১ এ মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ কর্মকর্তা পরিষদের প্যানেল থেকে নির্বাচত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল সদস্যকে 'বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা'র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন কর্মকর্তা সমিতির সভাপতি মো. তাজিম উদ্দিন, সহ-সভাপতি হেলাল হোসেন দেওয়ান, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম (উজ্জ্বল), সহ-সাধারণ সম্পাদক অশোক বর্মন অসীম, কোষাধ্যক্ষ মো. রবিউল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মো. মুজিবুর রহমান, মো. ইউনুস আলী, আহমদ মাহবুব ফেরদৌসী ও মো. ফখর উদ্দিন।

এসময় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনটির শাবি শাখার সভাপতি মো. জামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মো. সাইদুর রহমান ভূইয়া মিঠু, সহ-সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক রাসেন্দ্র চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী শিশির, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজন চন্দ্র বর্ধন, সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রউফ বুলবুল, ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান মুন্সি, সিনিয়র সদস্য জয়নাল আহমেদ চৌধুরী প্রমুখ।

এইচ এন/বি এন-৪