গোলাপগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ০৬, ২০২১
০৭:৫২ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৬, ২০২১
০৭:৫২ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে আরিফ ইকবাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৫ ফেবুয়ারি) বিকেলে উপজেলার এমসি একাডেমি স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় গোটাটিকর সামাদ একাদশ ১-০ গোলে সাদিপুর বৈশাখী ফুটবল একাদশ কে হারিয়ে চ্যাম্পিয়ান হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক সিলেট জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য মনজুর সাফি চৌধুরী এলিম ও পূবালী ব্যাংকের পরিচালক ফাহিম ফারুক চৌধুরীর পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টর ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, এমসি একাডেমি স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরী, লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম তুহিন।
বৃহত্তর হেতিমগঞ্জ ক্রীড়া সংস্থার আয়োজনে ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর হেতিমগঞ্জ ক্রীড়া সংস্থার সভাপতি রুহেল আহমদ।
তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খেলায় গোটাটিকর সামাদ একাদশ ১-০ গোলে সাদিপুর বেশাখী ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলায় ম্যান অব দা ম্যাচ হোন নাইজেরিয়ান খেলোয়ার বকুলা। ম্যান অব টুর্নামেন্ট নির্বাচিত হোন বৈশাখী ফুটবল একাদশ সাদিপুরের বাহার আহমদ।
এফ এম/বি এন-০৩