নগরের আবাসিক হোটেল থেকে ৩ নারীসহ ৭ জন আটক

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ০৭, ২০২১
০১:১৬ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৭, ২০২১
০১:২০ পূর্বাহ্ন



নগরের আবাসিক হোটেল থেকে ৩ নারীসহ ৭ জন আটক

অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নগরের একটি আবাসিক হোটেল থেকে ৩ নারীসহ ৭ জনকে আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

শুক্রবার (৫ ফেব্রুয়রি) রাত সাড়ে ৭টার সময় নগরের ভার্থখলাস্থ অভি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দক্ষিণসুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

শনিবার (৬ জানুয়ারি) বিকেলে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভার্থখলাস্থ অভি আবাসিক হোটেলে বিশেষ অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এই ৭ জনকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন এসআই মো. রোকনুজ্জামান চৌধুরী। এসময় এএসআই সঞ্জয় চন্দ্র দে, এএসআই পিপলু সেন, এটিএসআই শামীম মিয়া, কন্সটেবল সোনারা বেগম ও হেনা আক্তারসহ একদল পুলিশ উপস্থিত ছিলেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, মৌলভীবাজার জেলার কমলগঞ্জের সরইবাড়ীর শুক্কুর মিয়ার ছেলে মো. জসিম মিয়া (২৫), দক্ষিণ সুনামগঞ্জের শিবপুরের মো. আফতাব মিয়ার ছেলে মো. শামছুল হক (২৬), একই উপজেলার মুক্তাখাই গ্রামের নূর মোহাম্মদের ছেলে মো. নাজমুল হোসেন ও ময়মনসিংহ সদর উপজেলার সাভারের মৃত ইসলাম উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (২৪)। এছাড়া সামাজিক কারণে আটককৃত ৩ নারীর নাম প্রকাশ করা হয়নি।  

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলেও জানান মো. মনিরুল ইসলাম।

বিএ-১০