শাবিতে হয়নি পরীক্ষা, ওসমানীতে শনাক্ত নেই

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ০৭, ২০২১
০৬:৪০ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৭, ২০২১
০৬:৪০ পূর্বাহ্ন



শাবিতে হয়নি পরীক্ষা, ওসমানীতে শনাক্ত নেই

বিদ্যুৎ না থাকায় শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে হয়নি করোনার নমুনা পরীক্ষা। আর ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ২৫৪টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়নি কেউ।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক মো. আক্কাস আলী সিলেট মিররকে বলেন, ‘শনিবার দিনভর বিদ্যুৎ না থাকায় ল্যাবে নমুনা পরীক্ষা করা সম্ভব হয়নি।’ ল্যাবে ৩৬টি নমুনা জমা রয়েছে বলে তিনি জানিয়েছেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, শনিবার ওসমানীর ল্যাবে ২৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। তবে এতে কারো করোনা শনাক্ত হয়নি।

বিএ-০৫