‘ঈমানদাররা অনন্ত পথের যাত্রী’

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ০৭, ২০২১
০৬:৫২ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৭, ২০২১
০৬:৫২ পূর্বাহ্ন



‘ঈমানদাররা অনন্ত পথের যাত্রী’
জামিআ সিদ্দিকিয়ায় ইসলাহি মাহফিল

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উপ-পরিচালক ড. মুশতাক আহমদ বলেছেন, ‘ঈমানদাররা অনন্ত পথের যাত্রী। এ জন্য আল্লাহতায়ালা মানুষের রূহকে অসীম শক্তি দান করেছেন। এই অসীম শক্তিসম্পন্ন রূহের কাজ হলো আল্লাহর কাছে সমপর্ণ করা। কিন্তু মানুষ তার অসীম শক্তির রূহকে অকাজে-কুকাজে ব্যবহার করে। মানুষের রূহের শক্তিকে ঈমানের পথ দিয়ে আল্লাহর সান্নিধ্যের পথে পরিচালিত করেন ধর্মগুরুরা। তাই অনন্ত পথের যাত্রী হিসেবে টিকে থাকতে হলে ধর্মগুরুদের সান্নিধ্যে আসতে হবে।’

শনিবার বাদ আসর সিলেট নগরের বালুচরে জামিআ সিদ্দিকিয়া মাদরাসায় বিশেষ ইসলাহি মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামিআ সিদ্দিকিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মবনুর সভাপতিত্বে ও উপ-পরিচালক মাওলানা রেজাউল হকের পরিচালনায় মাহফিলের শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন, মাদরাসার পরিচালক মুফতি মনসুর আহমদ।

জামিআর ছাত্র হাফিজ হাসান জামিলের কোরআন তিলাওয়াতের মাধ্যমে মাহফিলে বক্তব্য দেন, জামিআ সিদ্দিকিয়ার শিক্ষা সচিব ও টিলাগড় মাদানি মসজিদের খতিব মাওলানা আফতাবুজ্জামান হেলাল। মাহফিলে বাংলাদেশসহ বিশ্বের মানুষের মঙ্গল কামনা করে দোয়া করেন প্রধান অতিথি শায়খুল হাদিস ড. মুশতাক আহমদ।

বিএ-০৭