নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ০৭, ২০২১
০৫:৪৯ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৭, ২০২১
০৯:৫১ অপরাহ্ন
বিভাগীয় কমিশনারের টিকা গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সিলেটে করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হলো।
আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি টিকা গ্রহণ করেন। এই কার্যক্রমে সিলেট জেলার প্রথম ব্যাক্তি হিসেবে টিকা গ্রহণ করেন তিনি।
বিভাগীয় কমিশনারের টিকা গ্রহণ শেষে পর্যায়ক্রমে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ছাড়াও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন পেশার ও বয়সের মানুষ টিকা নেন।
এনএইচ/আরসি-০১