জকিগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ০৮, ২০২১
১২:১০ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৮, ২০২১
১২:১০ পূর্বাহ্ন
সিলেটের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ এর টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদী টিকাগ্রহণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সহকারী কমিশনার (ভূমি) পল্লব হোম দাস, নারী ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, ডা. খালেদ আহমদ, ডা. সুররাজ চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস শহীদ তাপাদার প্রমুখ।
প্রথম দিনে জকিগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) বিপ্লব হোম দাস, প্রকল্প কর্মকর্তা আতাউর রহমান, ডা. সুররাজ চৌধুরী, ডা. রিফাত মো. হোসাইন, এসআই পরিতোষ পাল, সাবেক ইউপি চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী একল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, স্বাস্থ্য পরিদর্শক সঞ্জয় চন্দ্র নাথ, স্বাস্থ্য পরিদর্শক রাশবিহারী বিশ্বাস, সহ-স্বাস্থ্য পরিদর্শক নুরুল হক, প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন, আব্দুস শহীদ তাপাদার, আওয়ামী লীগ নেতা আব্দুল গণি, বাবর হোসাইন চৌধুরীসহ মাঠপর্যায়ের সম্মুখযোদ্ধা, শিক্ষক, রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ টিকাগ্রহণ করেন।
ডা. আব্দুল্লাহ আল মেহেদী বলেন, এই ভ্যাকসিন কোভিড-১৯ প্রতিরোধে ভূমিকা রাখবে। কোনো ধরনের গুজবে কান না দিয়ে টিকাদান কর্মসূচিকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ভ্যাকসিনের মারাত্মক কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি জানিয়ে তিনি বলেন, তবুও কোনো সমস্যা হলে দ্রুত নিকটস্থ হাসপাতালে বা চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে।
এদিকে রবিবার প্রাথমিকভাবে যারা টিকাগ্রহণ করেছেন তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, কারও মাঝে কোনো ধরনের সমস্যা বা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি।
ওএফ/আরআর-০১