বিশ্বনাথে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অভিষেক

বিশ্বনাথ প্রতিনিধি


ফেব্রুয়ারি ০৮, ২০২১
১২:৪৬ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৮, ২০২১
১২:৪৬ পূর্বাহ্ন



বিশ্বনাথে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অভিষেক

সিলেটের বিশ্বনাথ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা বিআরডিবি হলরুমে সম্পন্ন হয়েছে।

উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মুহিবুর রহমান সুইটের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরপ্রশাসক বর্ণালী পাল।

বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান। শুরুতে স্বাগত বক্তব্য দেন এসোসিয়েশনের যুগ্ম-আহ্বায়ক শফিক আহদ পিয়ার।

আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক হোসাইন আহমদ রাজনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, এসোসিয়েশনের যুগ্ম-আহ্বায়ক আমিনুল ইসলাম, আতিকুর রহমান আতিক, মোহাম্মদ জাকারিয়া, সদস্য এ টি এম নুর উদ্দিন, মনোয়ার হোসেন, গৌছ উদ্দিন, এইচ এম আরশ আলী, আইয়ুব আলী, ফয়জুল ইসলাম, মানিক মিয়া, সানশাইন মডেল একাডেমির সহকারী শিক্ষক সীমা বেগম, বেবি কেয়ার স্কুলের সহকারী শিক্ষক আখলাকুর রহমান এবং আরব শাহ একাডেমি ও হাইস্কুলের সহকারী শিক্ষক আবদুল কাইয়ুম।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সদস্য ইলিয়াস আলী, কনক রঞ্জন নাথ, সুহেল মিয়া, ইসমাইল আলী প্রমুখ।

 

এমএ/আরআর-০৫